ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতা ও বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের আতিথেয়তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও কয়েকজনের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরে ক্লাবের কার্যনির্বাহী সভায় অধ্যাপক ওবায়দুল ইসলামকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ জন্য ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগপন্থি নীল দল মনোনীত সিনেট সদস্য অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, উ™ভূত পরিস্থিতিতে ক্লাবের কার্যকর পরিষদ জরুরি সভায় মিলিত হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, তাই প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, গত ১৯ জুন রাতে রুহুল কবির রিজভী তার স্ত্রী ও কয়েকজনকে নিয়ে ঢাবি ক্লাবে যান। সেখানে রাত ১টা পর্যন্ত অবস্থান করেন তারা। অধ্যাপক ওবায়দুল ইসলামের দাওয়াতে তিনি সেখানে গিয়েছিলেন। এ সংবাদ মিডিয়ায় এলে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ঘরানার অনেকে রুহুল কবির রিজভীর ক্লাবে অবস্থানের উদ্দেশ্য নিয়ে সরব হন। তবে বিষয়টিকে রাজনৈতিক দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘ক্লাবের সদস্যদের কাছে যে কেউ আসতে পারেন। সেদিন কোনো মিটিং ছিল না, শুধু খাওয়া-দাওয়া হয়েছে। এখন রিজভী সাহেবের মতো লোক এলে তার সঙ্গে পাঁচজন লোক এমনিই আসে। সেখানে আমি ছাড়াও তো আরও কয়েকজন ছিলাম। এটাকে যদি কেউ অন্যদিকে প্রবাহিত করে তাহলে আমার কিছু বলার নেই।
শিরোনাম
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রিজভীকে নিয়ে তোলপাড়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর