ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতা ও বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের আতিথেয়তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও কয়েকজনের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরে ক্লাবের কার্যনির্বাহী সভায় অধ্যাপক ওবায়দুল ইসলামকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ জন্য ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগপন্থি নীল দল মনোনীত সিনেট সদস্য অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, উ™ভূত পরিস্থিতিতে ক্লাবের কার্যকর পরিষদ জরুরি সভায় মিলিত হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, তাই প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, গত ১৯ জুন রাতে রুহুল কবির রিজভী তার স্ত্রী ও কয়েকজনকে নিয়ে ঢাবি ক্লাবে যান। সেখানে রাত ১টা পর্যন্ত অবস্থান করেন তারা। অধ্যাপক ওবায়দুল ইসলামের দাওয়াতে তিনি সেখানে গিয়েছিলেন। এ সংবাদ মিডিয়ায় এলে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ঘরানার অনেকে রুহুল কবির রিজভীর ক্লাবে অবস্থানের উদ্দেশ্য নিয়ে সরব হন। তবে বিষয়টিকে রাজনৈতিক দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘ক্লাবের সদস্যদের কাছে যে কেউ আসতে পারেন। সেদিন কোনো মিটিং ছিল না, শুধু খাওয়া-দাওয়া হয়েছে। এখন রিজভী সাহেবের মতো লোক এলে তার সঙ্গে পাঁচজন লোক এমনিই আসে। সেখানে আমি ছাড়াও তো আরও কয়েকজন ছিলাম। এটাকে যদি কেউ অন্যদিকে প্রবাহিত করে তাহলে আমার কিছু বলার নেই।
শিরোনাম
- প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
- টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস
- আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে, ঘোষণা পাকিস্তানের
- গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
- ধর্ষণের অভিযোগ করে ভারতে নারী চিকিৎসকের আত্মহত্যা, চার পৃষ্ঠার চিঠি
- গাজা পুনর্গঠনে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাজ করবে তুরস্ক: এরদোয়ান
- আমেরিকা যুদ্ধ উস্কে দিচ্ছে: মাদুরো
- গাজায় হামাস ও ইউএনআরডব্লিউএ-এর কোনও ভূমিকা থাকবে না: রুবিও
- এশিয়া সফরে আসছেন ট্রাম্প, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা
- যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে সৌদি আরবের পরিকল্পনা ফাঁস!
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলছে যুক্তরাষ্ট্র-রাশিয়া
- থাইল্যান্ডের রানী মা সিরিকিত মারা গেছেন
- সাত দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল রাশিয়ার
- তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ অভিবাসীর মৃত্যু
- শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রিজভীকে নিয়ে তোলপাড়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর