ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতা ও বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের আতিথেয়তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও কয়েকজনের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরে ক্লাবের কার্যনির্বাহী সভায় অধ্যাপক ওবায়দুল ইসলামকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ জন্য ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগপন্থি নীল দল মনোনীত সিনেট সদস্য অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, উ™ভূত পরিস্থিতিতে ক্লাবের কার্যকর পরিষদ জরুরি সভায় মিলিত হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, তাই প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, গত ১৯ জুন রাতে রুহুল কবির রিজভী তার স্ত্রী ও কয়েকজনকে নিয়ে ঢাবি ক্লাবে যান। সেখানে রাত ১টা পর্যন্ত অবস্থান করেন তারা। অধ্যাপক ওবায়দুল ইসলামের দাওয়াতে তিনি সেখানে গিয়েছিলেন। এ সংবাদ মিডিয়ায় এলে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ঘরানার অনেকে রুহুল কবির রিজভীর ক্লাবে অবস্থানের উদ্দেশ্য নিয়ে সরব হন। তবে বিষয়টিকে রাজনৈতিক দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘ক্লাবের সদস্যদের কাছে যে কেউ আসতে পারেন। সেদিন কোনো মিটিং ছিল না, শুধু খাওয়া-দাওয়া হয়েছে। এখন রিজভী সাহেবের মতো লোক এলে তার সঙ্গে পাঁচজন লোক এমনিই আসে। সেখানে আমি ছাড়াও তো আরও কয়েকজন ছিলাম। এটাকে যদি কেউ অন্যদিকে প্রবাহিত করে তাহলে আমার কিছু বলার নেই।
শিরোনাম
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব