মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

যুদ্ধ থামানোর আহ্বান জেলেনস্কির

প্রতিদিন ডেস্ক

যুদ্ধ থামানোর আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানিতে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে বিশ্বনেতাদের কাছে যুদ্ধ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানিয়েছেন। এ বছরের শেষ নাগাদের মধ্যেই এ যুদ্ধ যাতে শেষ হয়- তিনি সেই উদ্যোগ নেওয়ার কথা বলেন। সূত্র : রয়টার্স। জি৭ নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধের পরিস্থিতি তার সৈন্যদের জন্য আরও কঠিন অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ শেষ করা উচিত।’ জেলেনস্কি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জি-৭ নেতাদের কাছে এসব আবেদন জানান। তিনি তাদের কাছে আশা করেন, তারা রাশিয়ার বিরুদ্ধে আরও সামরিক সহায়তা দেবেন, এবং রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেবেন।

সর্বশেষ খবর