দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চার হলের শিক্ষার্থীদের দুই দফা সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতরা দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডরমেটরি-২ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধলেও পরে জড়িয়ে পড়ে শেখ রাসেল ও তাজউদ্দিন আহমদ হলের শিক্ষার্থীরা। এ ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে চলে মধ্যরাত পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন, দিনাজপুর সদর ইউএনওসহ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ক্যাম্পাসের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ডরমেটরি-২ হলের এক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকজন মারধর করেন। ঘটনার পর হামলাকারীরা হলে আশ্রয় নেন। এ সময় ডরমেটরি-২ হলের শিক্ষার্থীরা শেখ রাসেল হলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থামায়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন শিক্ষার্থী ডরমেটরি-২ এর সামনে এলে ওই হলের শিক্ষার্থীরা তাকে চড়-থাপ্পড় দেন। এ নিয়ে আবার সংঘর্ষ বাধে। হাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর শ্রীপতি সিকদার বলেন, ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদারকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি