দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চার হলের শিক্ষার্থীদের দুই দফা সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতরা দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডরমেটরি-২ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধলেও পরে জড়িয়ে পড়ে শেখ রাসেল ও তাজউদ্দিন আহমদ হলের শিক্ষার্থীরা। এ ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে চলে মধ্যরাত পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন, দিনাজপুর সদর ইউএনওসহ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ক্যাম্পাসের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ডরমেটরি-২ হলের এক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকজন মারধর করেন। ঘটনার পর হামলাকারীরা হলে আশ্রয় নেন। এ সময় ডরমেটরি-২ হলের শিক্ষার্থীরা শেখ রাসেল হলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থামায়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন শিক্ষার্থী ডরমেটরি-২ এর সামনে এলে ওই হলের শিক্ষার্থীরা তাকে চড়-থাপ্পড় দেন। এ নিয়ে আবার সংঘর্ষ বাধে। হাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর শ্রীপতি সিকদার বলেন, ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদারকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
গভীর রাতে রণক্ষেত্র হাবিপ্রবি আহত ১২
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর