শিরোনাম
মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টেকনাফে বেড়েছে অপহরণ

♦ চারজনকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি ♦ অভিযোগ রোহিঙ্গা সন্ত্রাসীদের দিকে

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন থেকে দুই কিশোরসহ চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

গত শুক্রবার ও রবিবার আলাদাভাবে ওই চারজনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন। অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান। অপহৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মারিষবনিয়ার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৩৫), মোহাম্মদ সৈয়দ (৬৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ মুবিনুল (১৫) ও একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূর (১৬)। এদের মধ্যে মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ সৈয়দকে রবিবার বেলা ১১টার দিকে বাহারছড়ার মারিষবনিয়া পাহাড় থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। অপর দুই কিশোর মুবিনুল ও নূরকে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ইলিয়াস ও সৈয়দ দুজনই চাষি। তারা পাহাড়ে জুমচাষে গেলে সেখান থেকে অপহৃত হন। অন্যদিকে এর আগে শুক্রবার রাতে মুবিনুল ও নূরকে ‘কথা আছে’ বলে ঘর থেকে ডেকে নিয়ে জিম্মি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর