শিরোনাম
বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সর্বোচ্চ শাস্তি পেতে পারেন কূটনীতিক আনারকলি

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ শাস্তি পেতে পারেন কূটনীতিক আনারকলি

বিতর্কিত বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তির সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, বিষয়টি দেশের ভাবমর্যাদার সঙ্গে জড়িত। এরই মধ্যে তাঁকে ওএসডি করা হয়েছে। তদন্ত চলছে। ইন্দোনেশিয়ায় কী ঘটেছিল তা জানার জন্য দেশটির সরকারের কাছেও চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। ঘটনা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তির পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ চাকরিচ্যুত হতে পারেন এই কর্মকর্তা। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশগ্রহণ করেন। এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘ইন্দোনেশিয়া-ফেরত ওই কূটনীতিকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি আমাদের দেশের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বিষয়ে মন্ত্রণালয়ও কঠোর অবস্থানে। একটি কমিটি কাজ করছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি হতে পারে।’ উল্লেখ্য, বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা রাখার অভিযোগে নাইজেরিয়ান বন্ধুসহ সম্প্রতি ইন্দোনেশিয়ায় আটক হয়েছিলেন বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলি। পরে কূটনৈতিক প্রচেষ্টায় বিশেষত ইন্দোনেশিয়া সরকারের বদান্যতায় তিনি মুক্তি পান। তৎক্ষণাৎ ওই কর্মকর্তাকে ঢাকায় ফেরত আনা হয়।

সর্বশেষ খবর