শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

শাপলার সমারোহ বয়শা বিলে

শেরপুর প্রতিনিধি

শাপলার সমারোহ বয়শা বিলে

শ্রীবর্দী উপজেলার বয়শা বিলে রং-বেরঙের শাপলা ফুটেছে। লোক বসতির বাইরের এ বিলটিকে লোকজন পদ্মাবিল বললেও এর সরকারি  নাম বইশা বিল। শ্রীবর্দী পৌর এলাকার ৯নং ওয়ার্ডের শেখদি মহল্লার  মহিলা কলেজের পেছনে এ বিল অবস্থিত। জেলা প্রশাসনের নামে (ইজারা দেওয়া) এ বিলে অন্তত ৩০ একর জায়গা ছাড়াও বিস্তর বিলজুড়ে স্থান করে নিয়েছে শাপলা। ফুটতে শুরু করেছে এ ফুল। স্নিগ্ধ টলটলে পানিতে শাপলার সমারোহ নান্দনিক বার্তা দিচ্ছে। বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত জলাশয়ে প্রাকৃতিকভাবেই এ পুষ্পবৃক্ষ পরিবারের জলজ উদ্ভিদ শাপলা-শালুক জন্মায়। শরতের শুরুতেই বিশাল পদ্মবিলে ফুটবে শাপলা ফুল। বিলটি তখন শাপলার রঙে পুরো রঙিন হবে। ফুলের পরে হবে ভ্যাট (স্থানীয় নাম)। পরিপূর্ণ হলে স্থানীয়রা ভ্যাট সংগ্রহ করে তৈরি ভ্যাটের খই করেন। অনেকেই শালুক তুলে সিদ্ধ করে বাজারে বিক্রি করেন। শালুক ভিটামিনযুক্ত খাবার। আসন্ন শারদীয় দুর্গাপূজাজুড়ে বিক্রি হবে শাপলা গাছে ডাঁটা।

এ ডাঁটা সনাতন ধর্মের লোকেরা নিরামিশ রান্না হিসেবে খান। শরতের শেষে শুকনা পদ্মবিলে ভ্যাট থেকে পরিপূর্ণ বীজ পড়বে জমিতে। আবার বর্ষা শুরু হলে ওই বীজ থেকে গজাবে হাজারও শাপলা গাছ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর