শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মৃত ব্যক্তির পেটে ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আদালতে নেওয়ার পর অসুস্থ হয়ে মারা যাওয়া ছিদ্দিক আহমেদ (৬২) নামে এক ব্যক্তির পেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন।

অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল ময়নাতদন্তের সময় তার পেট থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেলী মঞ্জুরি তন্নী। ইয়াবাগুলোর ১৫টি অর্ধগলিত ছিল বলে জানা গেছে।

শাহবাগ থানার এসআই সুব্রত দেবনাথ ওই ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পুলিশ জানায়, রমনা থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ছিদ্দিক। বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান

 থেকে তাকে আবার আদালতে নিয়ে যাওয়া হয়। পেটের পীড়ায় আবার অসুস্থ হয়ে পড়লে ছিদ্দিককে ঢামেকে নিয়ে যান ডিবির মতিঝিল বিভাগের এসআই এরশাদ হোসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর ছিদ্দিককে মৃত ঘোষণা করেন। ডিবি পুলিশ জানায়, সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার উলু চামারী গ্রামে। এখন পর্যন্ত কেউ তার লাশ নিতে আসেনি। এসআই এরশাদ হোসেন জানান, মঙ্গলবার ডিবি পুলিশ রাজধানীর রমনা এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ সিদ্দিককে গ্রেফতার করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর