শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খোলার প্রথম দিনে পর্যটকের ভিড় সুন্দরবনে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খোলার প্রথম দিনে পর্যটকের ভিড় সুন্দরবনে

দীর্ঘ তিন মাস পর সুন্দরবন খুলে দেওয়ার প্রথম দিনে করমজল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় দেখা গেছে। একই সঙ্গে মৎস্যজীবী ও বনজীবীরা অনুমতি নিয়ে বনে প্রবেশ করছেন। পর্যটকরা বলছেন, তিন মাস বন্ধ থাকার ফলে সবুজে সবুজে ভরে উঠেছে সুন্দরবন। সুন্দরী, গেওয়া, গরানের বনে এখন সবুজের সমারোহ। বিচরণ বেড়েছে বানর, হরিণসহ অন্য বন্যপ্রাণীগুলোর। সবমিলিয়ে     মনোরম পরিবেশ তৈরি হয়েছে সুন্দরবনে। পশ্চিম সুন্দরবনে কটকা, কলাগাছিয়া, হিরোন পয়েন্ট, হাড়বাড়িয়া, আন্ধারমানিকসহ বিভিন্ন এলাকার প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। বন কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে কম সময়ে ঢাকা বা আশপাশের জেলা থেকে এসে দিনের আলোতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় পর্যটকদের সমাগম বাড়ছে।

সর্বশেষ খবর