স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল বলেছেন, ‘নাগরিকদের সুস্বাস্থ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা কাজ করছি। স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। জীবন নিয়ে তো ব্যবসা চলে না। তাই অবৈধ হাসপাতালের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অবৈধ হাসপাতালগুলোকে লাইসেন্স করার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। যারা আমাদের অনুরোধ রাখছে না তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার স্বাস্থ্য শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজ ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। স্বাস্থ্য শিক্ষা উন্নত হলে স্বাস্থ্যসেবারও মান বাড়বে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার চিকিৎসককে নিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ আমরা সভা করেছি। জনগণকে মানসম্মত সেবা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’ মো. সাইফুল হাসান বাদল আরও বলেন, ‘দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ মাথায় রেখে কাজ করতে হবে। সুশাসন নিশ্চিত না হলে আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে না। আমাদের এখন প্রাধান্য স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করা। সেজন্য স্টেকহোল্ডার সবার সহযোগিতা প্রয়োজন। একটা ডায়াগনস্টিক সেন্টারে যদি দক্ষ টেকনিশিয়ান, মানসম্মত যন্ত্রপাতি না থাকে তাহলে মানুষের সেবা নিশ্চিত হবে না। স্বাস্থ্য খাতে দুর্বলতা আছে। সবাই মিলে সেগুলো চিহ্নিত করে উন্নয়নে কাজ করতে হবে।’
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিতে জোর
মো. সাইফুল হাসান বাদল
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর