মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

আট দিনে ৬০ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে প্রবাসীরা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ কোটি ৫৯ লাখ ডলার পাঠিয়েছে। এর মধ্যে ৫০ কোটি ডলারের বেশি এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ডলারের মতো। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়েছে, গত মাসে দেশে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। তার আগে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় আনছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর