শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চিনির দাম বাড়ল, কমল পামতেলের

নিজস্ব প্রতিবেদক

মাত্র ২ সপ্তাহের ব্যবধানে আবারও পামতেল ও চিনির দাম পুনর্নির্ধারণ করে দিল সরকার। এবার চিনির দাম বাড়িয়ে পামতেলের দাম কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হবে, আগে যা ছিল কেজিতে ৮৪ টাকা। আর প্যাকেট চিনি ৯৫ টাকা দরে বিক্রি হবে, আগে যা ছিল ৮৯ টাকা। কেজিতে চিনির দাম বেড়েছে ৬ টাকা। এ ছাড়া নতুন দাম অনুযায়ী পাম সুপার ১ লিটার ১২৫ টাকা দরে বিক্রি হবে। আগে নির্ধারিত দাম ছিল ১৩৩ টাকা। সে হিসেবে লিটারে দাম কমেছে ৮ টাকা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনির মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত সভার পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দর নির্ধারণের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এর আগে ২২ সেপ্টেম্বর চিনি ও পামতেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়। ওই সময় পামতেলের দাম নির্ধারণ হয় ১৩৩ টাকা লিটার, আগে যা ছিল ১৪৫ টাকা। অর্থাৎ কমানো হয় ১২ টাকা। অন্যদিকে প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ঠিক করা হয় ৮৯ টাকা আর খোলা চিনি প্রতি কেজি নির্ধারণ হয় ৮৪ টাকা। তবে চিনি ব্যবসায়ীরা ডলারের উচ্চরেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন-এই দাবি তুলে ধরে নতুন করে দাম নির্ধারণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এ পরিপ্রেক্ষিতে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ভোজ্যতেল ও চিনির মূল্য পরিস্থিতি নিয়ে সভা হয়। সভায় এই দুটি পণ্য সম্পর্কে ট্যারিফ কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার পর পামতেলে দাম কমানো এবং চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপস্থিত কর্মকর্তারা।

 

সর্বশেষ খবর