শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভোট এলে তারা চক্রান্তে লিপ্ত হয়

------- এ এইচ এম খায়রুজ্জামান লিটন

ভোট এলে তারা চক্রান্তে লিপ্ত হয়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, নেতিবাচক কর্মকান্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন এমন কাউকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে এবার কঠোর দলের প্রধান শেখ হাসিনা। মেয়রের দফতরে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী বেশ কয়েক দফা প্রার্থী  সম্পর্কে জরিপ করেছেন। ব্যক্তিগতভাবে, নিজস্ব লোক দিয়ে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে। ফলে ব্যাপক পরিবর্তন হতে পারে সংসদ সদস্য পদে মনোনয়নে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে প্রচারণায় আমাদের মূল ইস্যু হবে উন্নয়ন। বিশেষ করে পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেছে, রেলসেতুর কাজ শুরু হবে। কর্ণফুলী টানেল এ বছরই চালু হবে। ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক চালু হয়ে গেছে। ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আগামী বছর চালু হবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজার একটু টালমাটাল হয়ে আছে। তার রেশ বাংলাদেশেও পড়েছে। এসব বাদ দিলে যেসব উন্নয়ন ১৩-১৪ বছরে হয়েছে, সেই কথাই আমরা জনগণকে বলব।’ তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি নানাভাবেই, নানা মিথ্যা রটনা, ষড়যন্ত্রমূলক কথাবার্তা প্রচার করে। তারা রাজপথ দখলে নেওয়ার চেষ্টা, সাংঘর্ষিক প্রেক্ষাপট তৈরি করে। নির্বাচন এলে তারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়। দীর্ঘ বছর দল ক্ষমতায় থাকায় নেতৃত্বের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে বলে স্বীকার করেন দলটির নীতিনির্ধারক ফোরামের এই সদস্য। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় যে এ রকম ঘটনা ঘটেনি, তা আমি বলব না। অবশ্যই হয়েছে। তবে যাঁরা সংসদ সদস্য পদে আবারও প্রার্থী হওয়ার প্রত্যাশী, তাঁরাই উদ্যোগী হয়ে গ্যাপটা কমিয়ে নেবেন। তাঁরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাজ করবেন।’

সর্বশেষ খবর