শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাম দলগুলোর এজেন্ডা নির্ধারণে ত্রুটি

---- ফজলে হোসেন বাদশা

বাম দলগুলোর এজেন্ডা নির্ধারণে ত্রুটি

ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। অন্য বাম দলগুলোর আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে না আসা বিচক্ষণতার পরিচয় নয় বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। নগরীর হড়গ্রামে নিজ বাড়িতে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বাম দলগুলো তাদের এজেন্ডা কী তা  ঠিক করতে পারেনি। বাম দলের কর্মীরা অনেক ত্যাগী, বিচক্ষণ। সব বাম দলের উচিত হবে এজেন্ডা ঠিক করা। তা হলো- অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সংবিধান অনুযায়ী বাংলাদেশ সৃষ্টি করা। সংবিধান অনুযায়ী দেশ ও রাষ্ট্র গড়ে তোলা। বিএনপি-জামায়াতের তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন বর্জনের রাজনীতির সঙ্গে অনেক বাম দল জড়িয়ে যায়। বামপন্থি দল হয়েও বামপন্থি রাজনীতি করতে পারছে না। তিনি বলেন, রাজশাহীর মানুষের ওয়ার্কার্স পার্টির ওপর বিশ্বাস, আস্থা রয়েছে। ওয়ার্কার্স পার্টি সুশাসন, জনগণের অধিকার নিয়ে কাজ করে- এটা এ অঞ্চলের মানুষ বিশ্বাস করে। বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হলে এলাকায় বাম দলগুলো ভালো করবে। অনেক সময় প্রধানমন্ত্রীও বামপন্থি দলগুলোকে কটাক্ষ করে অনেক কথা বলেছেন। কিন্তু কোন দলটা বামপন্থি আর কোন দলটা বামপন্থার নামে রাজনীতি করছে- দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ‘দেশে এখন আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের, দরিদ্র মানুষের, নিচুতলার মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব। এটা আমাদের মৌলিক সংগ্রাম।’ রাজশাহী অঞ্চলে বাম দলগুলোর দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া প্রসঙ্গে ফজলে হোসেন বাদশা বলেন, শুধু রাজশাহীর দিকে তাকালে চলবে না। এ পরিস্থিতি ঘটেছে দেশব্যাপী। সিপিবি ইচ্ছা করলে পারত একটা ইতিবাচক ভূমিকা রাখতে। তিনি বলেন, ‘এখনো আমরা কেন্দ্রীয় পর্যায়ে বামপন্থি দলগুলোর সঙ্গে কাজ করছি। বামপন্থি দলগুলো মুক্তিযুদ্ধের ঐক্য, মুক্তিযুদ্ধের চেতনার ঐক্য, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা রাষ্ট্র এবং সমাজ ও সরকার গঠনের জন্য উদ্যোগ, সংবিধানের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগে যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তার চেষ্টা চালিয়ে যাব।’

 

সর্বশেষ খবর