শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আরও ৬৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

করোনা শনাক্ত ৪১০ জনের

নিজস্ব প্রতিবেদক

দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৬৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৩ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে ৪১০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। টাঙ্গাইলে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ অক্টোবর ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। গতকাল ৬৩৭ জন ভর্তির খবর আসে। এক দিনের ব্যবধানে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে ২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪১৭ জন ঢাকায় ও ২২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট ভর্তি থাকা রোগীর মধ্যে ১ হাজার ৭৭১ জন ঢাকায় ও ৫৬২ জন অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু না হলেও আগের দিন প্রাণ হারান দুজন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ১৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৮৮৭ জন ও মারা গেছেন ৬৩ জন।

এদিকে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হার কিছুটা কমেছে। এই সময়ে ৩ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষায় ৪১০ জনের দেহে সংক্রমণ ধরা  পড়েছে। শনাক্তের হার ১০.৭৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৩.৮৬ শতাংশ। শনাক্ত হয়েছিল ৫৪৯ জন। গত এক দিনে ৫৮৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন একজন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গতকাল পর্যন্ত মোট ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৭৫ জন।

সর্বশেষ খবর