জেনারেটরের ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী, ছেলে ও মেয়ের মৃত্যুর পর চলে গেলেন যুক্তরাজ্য প্রবাসী হুসনে আরা বেগম (৪৫)। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পাঁচ সদস্যের পরিবারের মধ্যে এখন বেঁচে আছেন একমাত্র ছেলে সাদিকুল ইসলাম। হুসনে আরা সিলেটের ওসমানীনগর উপজেলার ধিরারাই গ্রামের বাসিন্দা। এর আগে একই উপজেলার তাজপুর স্কুল রোডের ভাড়া বাসায় জেনারেটরের ধোঁয়া থেকে ভয়াবহ দুঃখজনক ঘটনা (ট্র্যাজেডি) ঘটে। এতে তিনি স্বামী এবং এক ছেলে ও এক মেয়েকে হারিয়ে ছিলেন। চলতি বছরের ২৫ জুলাই তাজপুরের ওই বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম, তার স্ত্রী হুসনে আরা বেগম, ছেলে সাদিকুল ইসলাম ও মাইকুল ইসলাম এবং মেয়ে সামিরা ইসলামকে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ঘটনার ১১ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ে সামিরা ইসলাম। ৩ আগস্ট কিছুটা সুস্থ হলে ওসমানী হাসপাতাল থেকে বাড়ি ফিরেন হুসনে আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম। হুসনে আরা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, হাসপাতাল থেকে বাড়ি ফেরার কয়েকদিন পর ফের অসুস্থ হয়ে পড়েন হুসনে আরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাতে মারা যান তিনি। এদিকে, বাসার ভিতর থেকে অচেতন অবস্থায় প্রবাসী পরিবারের পাঁচজনকে উদ্ধার ও তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে পুলিশ। ওসমানী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর হুসনে আরা ও তার ছেলে সাদিকুলের বক্তব্য নেন তৎকালীন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। এর মধ্যে মারা যাওয়া বাবা ও ছেলের ময়নাতদন্ত প্রতিবেদনও পৌঁছায় পুলিশের হাতে। মৃত্যু রহস্য নিয়ে গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি জানান, জেনারেটরের ধোঁয়া থেকে পরিবারের সদস্যদের শ্বাসকষ্ট শুরু হয়। এ থেকে ট্র্যাজেডি ঘটে।
শিরোনাম
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
ওসমানীনগর ট্র্যাজেডি
পরিবারের তিনজনের পর মারা গেলেন হুসনে আরাও
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর