জেনারেটরের ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী, ছেলে ও মেয়ের মৃত্যুর পর চলে গেলেন যুক্তরাজ্য প্রবাসী হুসনে আরা বেগম (৪৫)। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পাঁচ সদস্যের পরিবারের মধ্যে এখন বেঁচে আছেন একমাত্র ছেলে সাদিকুল ইসলাম। হুসনে আরা সিলেটের ওসমানীনগর উপজেলার ধিরারাই গ্রামের বাসিন্দা। এর আগে একই উপজেলার তাজপুর স্কুল রোডের ভাড়া বাসায় জেনারেটরের ধোঁয়া থেকে ভয়াবহ দুঃখজনক ঘটনা (ট্র্যাজেডি) ঘটে। এতে তিনি স্বামী এবং এক ছেলে ও এক মেয়েকে হারিয়ে ছিলেন। চলতি বছরের ২৫ জুলাই তাজপুরের ওই বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম, তার স্ত্রী হুসনে আরা বেগম, ছেলে সাদিকুল ইসলাম ও মাইকুল ইসলাম এবং মেয়ে সামিরা ইসলামকে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ঘটনার ১১ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ে সামিরা ইসলাম। ৩ আগস্ট কিছুটা সুস্থ হলে ওসমানী হাসপাতাল থেকে বাড়ি ফিরেন হুসনে আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম। হুসনে আরা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, হাসপাতাল থেকে বাড়ি ফেরার কয়েকদিন পর ফের অসুস্থ হয়ে পড়েন হুসনে আরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাতে মারা যান তিনি। এদিকে, বাসার ভিতর থেকে অচেতন অবস্থায় প্রবাসী পরিবারের পাঁচজনকে উদ্ধার ও তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে পুলিশ। ওসমানী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর হুসনে আরা ও তার ছেলে সাদিকুলের বক্তব্য নেন তৎকালীন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। এর মধ্যে মারা যাওয়া বাবা ও ছেলের ময়নাতদন্ত প্রতিবেদনও পৌঁছায় পুলিশের হাতে। মৃত্যু রহস্য নিয়ে গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি জানান, জেনারেটরের ধোঁয়া থেকে পরিবারের সদস্যদের শ্বাসকষ্ট শুরু হয়। এ থেকে ট্র্যাজেডি ঘটে।
শিরোনাম
- বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক চলছে
- দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরলেন নওশাবা
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন জহুরুল
- বেনাপোলে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে
- ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, নিহত ৩০
- চীনে বিশ্বের সর্বোচ্চ গতির ট্রেন, ঘণ্টায় ছুটবে ৪৫০ কিলোমিটার
- আর নয় গোপনে, প্রকাশ্যেই প্রেম করে বেড়াচ্ছেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি
- মেট্রোরেল পুরোদমে চলাচল শুরু
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৪৩ মামলা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- বুয়েটে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
- তিনদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
- ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
- জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থায়’ পরিণত, কখন-কোথায় আঘাত হানতে পারে
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হবে আজ
- ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
ওসমানীনগর ট্র্যাজেডি
পরিবারের তিনজনের পর মারা গেলেন হুসনে আরাও
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর