শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কমলাপুর রেল স্টেশনের টয়লেটে অজ্ঞাত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০। গতকাল দুপুর ১টায় টয়লেট থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ঢামেক সূত্র জানায়, পাবলিক টয়লেটে ওই ব্যক্তি উপুড় অবস্থায় পড়ে ছিল। সেখানে যাত্রীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে। পুলিশের ধারণা, টয়লেটে গিয়ে হয়তো ওই লোক স্টোক করে মারা যেতে পারেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর  সঠিক কারণ জানা যাবে। এদিকে গতকাল সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের সামনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সানুমং মারমা বলেন, আমরা সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করি। সকালে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা এখনো তার পরিচয় জানতে পারিনি। জানা গেছে, দুটি ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর