বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধনে জোর

মোস্তফা মতিহার

দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধনে জোর

বাংলা সংগীতের উন্নয়নে দীর্ঘদিন গবেষণা করছেন ওপার বাংলার সংগীতবিষয়ক সংগঠন ‘নাদ’-এর প্রতিষ্ঠাতা ঋত্বিক ব্যানার্জি ও সংগঠনটির সভাপতি তৃণা ঘোষ। ২৯ অক্টোবর ঢাকা সফরে আসেন ওপার বাংলার এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁরা সাক্ষাৎ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে। এ সময় তাঁরা দুই বাংলার সংস্কৃতি বিনিময় ও মেলবন্ধন আরও জোরদারে কাজ করার জন্য প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাব করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রীও দুই বাংলার সংস্কৃতির উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান সফররত সাংস্কৃতিক ব্যক্তিত্বদ্বয়। তাঁরা জানান, প্রথমেই মরমি শিল্পী আব্বাসউদ্দীনের জীবনী নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করবেন। এতে দুই দেশের সরকারের সহযোগিতা থাকবে বলেও জানান। আগামী বছরের শুরুর দিকে এ কাজটি শুরু করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তাঁরা বলেন, সংগীতের সঙ্গে নৃত্য ও কবিতার সংমিশ্রণে দুই বাংলায় বৈচিত্র্যময় কাজ করবেন। ‘আমরা চাই দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধন আরও জোরদার হোক। এ ক্ষেত্রে দুই দেশের শিল্পীদের মধ্যেও সংস্কৃতির বিনিময় ঘটবে,’ বলেন তাঁরা। চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘বোধন’-এর আমন্ত্রণে আজ তাঁরা দুই দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন।

সর্বশেষ খবর