বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব

--------- আনোয়ারুল ইসলাম বাবু

জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব

আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দলের সঙ্গে সমন্বয় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে মত দেন তিনি। তিনি বলেন, আমরা আগে ১৪-দলীয় জোটে থাকলেও বর্তমানে নীতিগত কারণে জোটের বাইরে আছি। আমাদের দল সরকার পরিবর্তনের জন্য জ্বালাও-পোড়াও আন্দোলনকে সমর্থন করে না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে লুটপাট ও দেশের সম্পদ পাচারকেও সমর্থন করে না। আগামীতে সব দেশপ্রেমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ জাসদ।

আনোয়ারুল ইসলাম বাবু বলেন, ২০১৬ সালে বাংলাদেশ জাসদ মূলদল থেকে বিভক্ত হলেও আমরা জোটে ছিলাম। কিন্তু আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে জোটের সব দলকে এড়িয়ে আওয়ামী লীগ নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে স্বাধীনতার সপক্ষের সব দলকে নিয়ে রূপরেখা নির্ধারণ করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ জাসদ তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে আমরা নেতৃত্ব বিকাশের জন্য করণীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি। কারণ আমাদের দল সাংগঠনিকভাবে শক্তি অর্জনের পাশাপাশি শুদ্ধ রাজনীতির চর্চায় বিশ্বাস করে।

সর্বশেষ খবর