বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আসাদগেট এলাকায় পিকনিকের চলন্ত বাসে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দেড়টার দিকে রাব্বি (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানা পুলিশ। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গতকাল জানান, মঙ্গলবার রাত ৮টায় পিকনিক থেকে ফেরার সময় বাসের ভিতর ছুরিকাঘাতে দুজন আহত হন। আহত অবস্থায় রাব্বি (২৫) ও শাওনকে (২০) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাব্বির পেটে ও পায়ে, আর শাওনের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। আহত শাওনের বন্ধু শাহরিয়ার হাসান শান্ত জানান, তাদের বাসা লালবাগের শহীদনগরে। রাব্বির এলাকায় ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। আর শাওন সিএনজি অটোরিকশা চালক। মঙ্গলবার সকালে এলাকা থেকে দুটি বাস ভাড়া করে ধামরাইয়ের একটি পার্কে ঘুরতে যান তারা। সেখান থেকে সন্ধ্যায় ফিরছিলেন। বাসে তাদের সঙ্গে কয়েকজন মেয়েও ছিলেন। বাসটি গাবতলী এলে বাসের মধ্যে ফারুকসহ কয়েকজন গাঁজা সেবন করছিলেন এবং ওই মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। তখন রাব্বি প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাসটি আসাদগেট এলাকায় এলে জ্যামের মধ্যে তিন-চারজন যুবক বাসে উঠে রাব্বিকে মারধর ও ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে শাওনকেও ছুরিকাঘাত করে তারা। এরপর দৌড়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।

সর্বশেষ খবর