বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেছেন, আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় বাগেরহাট জেলার তৃণমূলে দলটির সাংগঠনিক ভিত আরও বেশি শক্তিশালী হয়েছে। অতীতের যে-কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে বাগেরহাট আওয়ামী লীগ। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। শেখ কামরুজ্জামান টুকু বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে জেলার সব সাংগঠনিক উপজেলা ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা এখন বেশ সংগঠিত। জেলার চার আসনের সব কটিই এখন আওয়ামী লীগের। আগামী নির্বাচনেও চারটি সংসদীয় আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় থাকবে- এমন আশাবাদ ব্যক্ত করে এই নেতা বলেন, বঙ্গন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি থাকায় সব ধরনের সাংগঠনিক কর্মকান্ড তিনিই মনিটরিং করে থাকেন। আওয়ামী লীগের কেউ খারাপ কাজ করে রক্ষা পায় না। জেলায় ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়নের সুফল ভোগ করছে এ জেলার মানুষ। শেখ হেলাল ও তাঁর ছেলে শেখ তন্ময় বাগেরহাটের দুটি আসনের এমপি থাকায় অতীতের সব উন্নয়নকে ছাপিয়ে প্রতি বছরই নতুন নতুন উন্নয়ন রেকর্ড সৃষ্টি হচ্ছে। প্রবীণ এই নেতা বলেন, ‘লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দলকে এখনো শক্তিশালী রাখতে পেরেছি। একটি বড় দলে জনপ্রতিনিধি হওয়া বা দলীয় নেতৃত্ব দেওয়ার মতো অনেকে থাকায় প্রতিযোগিতা তো থাকবেই। তবে দলে কোনো কোন্দল বা বিভাজন নেই। জেলার ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৭৫টি ইউনিয়নের সব জনপ্রতিনিধিই আওয়ামী লীগের। নেতা-কর্মীরা সবাই আন্তরিকতার সঙ্গে প্রতিটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ দলের সব স্তরে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
শিরোনাম
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
- ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য : আলী রীয়াজ
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
আওয়ামী লীগের ভিত আরও শক্তিশালী
------- শেখ কামরুজ্জামান টুকু
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর