রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়

------- মো. হাবিবুর রহমান

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়

বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অন্যায়-অবিচার, দুর্নীতি-দুঃশাসনের কারণে সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলেছে সরকার। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠে পরিণত হয়েছে। নব্বইয়ের পর এ দুটি দল দেশের মানুষকে শান্তিতে রাখতে ব্যর্থ হয়েছে। দেশে সব ক্ষেত্রে বিপর্যয় দেখা দিয়েছে। মানুষ কোনোভাবেই ভালো নেই। জেলায় পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রতিটি প্রকল্পে কাজ না করে সরকারি অর্থ লুটপাট চলছে। ক্ষুব্ধ সাধারণ মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সে কারণে সরকার পরিবর্তন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। জাতীয় পার্টির এই নেতা বলেন, আগামী সংসদ নির্বাচনে চারটি আসনেই প্রার্থী দিতে জাতীয় পার্টি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। তবে দল জোটগত না এককভাবে নির্বাচনে অংশ নেবে, সে বিষয়ে কেন্দ্র থেকে এখনো কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা আসেনি। আগামীতে এ জেলার আমাদের ভোট নৌকায় নিতে হলে একটি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হবে। এ বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে। বর্তমান মহাজোটের অবস্থা ও আওয়ামী লীগের অবমূল্যায়নের কারণে জাতীয় পার্টির নেতা-কর্মীরা অসন্তুষ্ট। জাতীয় পার্টির প্রতি বাগেরহাটের মানুষের আস্থা বাড়ছে বলে দাবি করেন এই নেতা।

সর্বশেষ খবর