রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সাগর-রুনি হত্যা

আদালতের নির্দেশে তদন্তে সময় নেওয়া হচ্ছে : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

আদালতের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে র‌্যাব সময় নিচ্ছে বলে জানিয়েছেন এর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘আদালত কি আপনাদের তদন্তে সন্তুষ্ট না?’ এমন প্রশ্নের উত্তরে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘আদালত মনে করছেন আরও পুঙ্খানুপুঙ্খ, আরও ন্যারোডাউন করার স্কোপ রয়েছে। তাই আদালত আমাদের সময় দিচ্ছেন।’

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯৩ বার পিছিয়েছে। আর কতবার পেছাবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তদন্তের অগ্রগতি রয়েছে। যখনি আমাদের মামলার তারিখ থাকে তদন্তকারী সংস্থা হিসেবে আদালতে কিছু প্রতিবেদন দিতে হয়। তদন্তের যে অগ্রগতি সেই প্রতিবেদন আমরা আদালতে জমা দিয়েছি।’ মঈন বলেন, ‘আমরা চাইবো না যে, একজন নিরপরাধ ব্যক্তি ভিকটিমাইজ হোক। সঠিক তদন্তের জন্যই মূলত বিভিন্ন সময় আদালত থেকে যে সময় দেওয়া হচ্ছে সে সময়ের প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। আদালত মনে করছেন এখানে আরও তথ্য পাওয়ার অবকাশ রয়েছে, আরও তদন্তের অবকাশ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের সময় দিচ্ছেন।’

ইউপি সদস্য খুনের আসামি গ্রেফতার : সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, পিরোজপুরের কাউখালী উপজেলায় ইউপি সদস্য মামুন হাওলাদারকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার মূল হোতা ও প্রধান আসামি গাজী সিদ্দিকুর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব ৩-এর একটি দল। সিদ্দিক উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি এই ঘটনার পরপরই গা ঢাকা দেন। প্রথমে পিরোজপুর এবং পরে রাজধানীর ফকিরাপুল এলাকায় আত্মগোপন করেন। এরপর তিনি অবস্থান পরিবর্তন করে নারায়ণগঞ্জ সদর থানাধীন এলাকায় যান।

সর্বশেষ খবর