রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সরকারি বেগম বদরুন্নেছা মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

এইচএসসিতে আজ বাংলা প্রথম পত্র, আলিমে কোরআন মজিদ ও কারিগরি, এইচএসসিতে (বিএম) বাংলা-দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তথ্যমতে, সংক্ষিপ্ত সিলেবাসে নম্বর ও সময় কমিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ২৫টি বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। আর লিখিত বা তত্ত্বীয় পরীক্ষার অংশে আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের এমসিকিউর ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষার অংশে ১১টি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে।

সর্বশেষ খবর