শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে দেশে মোট ২২০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৬০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৬৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গতকাল সারা দেশে মোট ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৩৮ জন ও অন্যান্য বিভাগে ১ হাজার ১৭৭ জন ভর্তি ছিলেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৪৩১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৭১ জন। ২৪ ঘণ্টায় ১৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল দশমিক ৬৬ শতাংশ। এ দিন কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর