শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কলাপাড়ায় খাবারের খোঁজে লোকালয়ে মেছো বাঘ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে বেড়িয়ে এসেছে ক্ষুধার্ত একটি মেছো বাঘ। এটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মো. ওহাব গাজীর মাছের ঘেরে পাতা জালে আটকা পড়ে। স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে মারতে চেয়েছিলেন। গতকাল সকাল ১০টার দিকে এনিমেল লাভারস অব কলাপাড়া শাখার সদস্যরা খবর পেয়ে ওই গ্রাম থেকে বাঘটি উদ্ধার করেন। তাদের ধারণা ক্ষুদার্থ এ মাঝ বয়সী মেছো বাঘটি খাবারের খোঁজে ঘেরের পাড়ে এসেছিল। উদ্ধারকারী সংগঠনের টিম লিডার মো. রাকায়েত আহসান জানান, মেছো বাঘটিকে স্থানীয়রা পিটিয়ে মারার আগেই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। দেখে মনে হচ্ছে এটি অনেকটা ক্ষুদার্থ। প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে। এর আগেও তারা বেশ কিছু বন্য প্রাণী সাধারণ মানুষের কাছ থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেন। কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি জানান, মেছো বাঘটি উদ্ধারের সময় বন বিভাগের কর্মীরা সহযোগিতা করেছেন। রাতেই বনে অবমুক্ত করা হবে।

সর্বশেষ খবর