রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা এক স্কোয়াড্রন লিডার  নিহত হওয়ার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে। গতকাল বিকালে নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ১৪ নভেম্বর সন্ধ্যায় একটি মাদকবিরোধী বিশেষ অভিযান চালাতে গিয়ে নিহত হন ওই ডিজিএফআই কর্মকর্তা। এ ঘটনায় কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্য সোহেল বড়ুয়া আহত এবং সাজেদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারী নিহত হন। বুধবার ডিজিএফআইর পক্ষে এক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা দায়ের করার পর গতকাল থেকে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। মোহাম্মদ শাহজাহান জানান, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সোহাগ রানাকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই হত্যা মামলায় আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আতাউল্লাহ আবু আম্মারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় তমব্রুর জিরো লাইনে রোহিঙ্গা আশ্রয়শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মাস্টার দিল মোহাম্মদ, সম্পাদক মৌলভি আরিফ, আরসা কমান্ডার ওস্তাদ খালেদসহ ৩১ জনের নাম উল্লেখ এবং ৩০ জন অজ্ঞাতনামাসহ মোট ৬১ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর