রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দেড় মাস পর জানা গেল খুনের কারণ

বুড়িগঙ্গায় যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাকিব (২০) নামে এক যুবকের লাশ পাওয়া যায়। নিহত সাকিব পিকআপের ড্রাইভার ছিলেন। এ ঘটনার প্রায় দেড় মাস পর জানা গেছে তাকে খুন করার কারণ। র‌্যাব বলছে, পিকআপ ছিনতাইয়ের উদ্দেশ্যেই সাকিবকে হত্যা করে একটি চক্র। ওই হত্যায় জড়িত থাকার অভিযোগে সোলায়মান ওরফে সিয়াম (২০) নামে একজনকে রাজধানীর পল্লবী থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব। সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইয়াকুব আলীর ছেলে। এ নিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড় থেকে হাত-পা বাঁধা ও মুখমন্ডল স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পিকআপচালক সাকিবের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের চাচা জামাল অজ্ঞাতদের বিরুদ্ধে গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। এরপর র‌্যাব-২ ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এই হত্যায় জড়িত মিজানুর রহমানকে গত ২ ডিসেম্বর গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যানুযায়ী গত ৩ ডিসেম্বর হত্যা মামলার দ্বিতীয় আসামি নাইমুল হোসেন সিয়ামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যার মূল হোতা সোলায়মান সিয়াম গ্রেফতার হয়। র‌্যাব বলছে, গ্রেফতার হওয়া এই ব্যক্তিরা বিভিন্ন সময়ে বছিলা, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় চুরি ও ছিনতাই করত। তারা ট্রাক, পিকআপ ভাড়া করে তা ছিনতাই ও বিক্রির পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা অনুযায়ী সাকিবের গাড়িটি তারা ভাড়া করে। গন্তব্যে যাওয়ার একপর্যায়ে তারা কৌশলে হাত-পা বেঁধে ফেলে এবং কালো স্কচটেপ দিয়ে তার মুখ ও মাথা পেঁচিয়ে ফেলে। এরপর রাত ১২টার দিকে তারা সাকিবকে নদীতে ফেলে দেয়।

সর্বশেষ খবর