রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

গাড়িচালকের বিবস্ত্র ছবি তুলে অর্থ আদায় তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পটুয়াখালীর বাউফলে সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত এক গাড়িচালককে জিম্মি করে এক কিশোরীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের হোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৮। গত শুক্রবার বাউফল থেকে নাহিদ হোসেন ও কিশোরী মিলা আক্তারকে এবং ঢাকা থেকে মূল হোতা সাকিব হোসেন শুভকে আটক করে তারা। গতকাল বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদৃুল হাসান। তিনি বলেন, পটুয়াখালী সড়ক বিভাগের গাড়িচালক রফিকুল ইসলাম কয়েক মাস আগে অবসরে গিয়ে প্রাপ্ত সমুদয় অর্থ ব্যাংকে জমা রাখেন। এরপর থেকে সাকিব হোসেন শুভ, নাহিদ হোসেন ও কিশোরী মিলা আক্তার বিভিন্ন সময় ফোন করে তার কাছে অর্থ দাবি করে। ৬ অক্টোবর সন্ধ্যায় রফিকুল ইসলামকে ওই ৩ প্রতারক ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ওই কিশোরীর সঙ্গে রফিকুলের অশালীন ছবি তুলে। ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা না দিলে রফিকুলের ছেলে রাব্বীকে হত্যা করার হুমকি দেয়। প্রাণে বাঁচতে ১০ অক্টোবর শুভকে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাউফল শাখার অনুকূলে ৫ লাখ টাকার একটি চেক দেয়। ১২ অক্টোবর ওই হিসাব নম্বর থেকে আরও ৩ লাখ টাকা আদায় করে তারা। প্রতারকদের ভয়ে মুঠোফোন বন্ধ রেখে বাউফলের নিজ বাড়ি ছেড়ে পটুয়াখালীর শ্বশুরবাড়িতে আশ্রয় নেয় রফিকুল। এ ঘটনায় রফিকুল ইসলাম ১৪ ডিসেম্বর র‌্যাব-৮ পটুয়াখালী কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। র‌্যাব পুরো ঘটনাটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের আটক করে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর