শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বে ২০ বছরে ১৭০০ সাংবাদিক খুন

প্রতিদিন ডেস্ক

গত দুই দশকে বিশ্বজুড়ে হত্যাকান্ডের শিকার হয়েছেন প্রায় ১ হাজার ৭০০ সাংবাদিক। যে সংখ্যা বলছে প্রতি বছর গড়ে ৮০ জনের বেশি সাংবাদিক হত্যাকান্ডের শিকার হন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির দাবি মতে ২০০৩ ও ২০২২ সালে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকান্ডের শিকার হয়েছেন। আরএসএফের সাধারণ সম্পাদক ক্রিস্টোফি দেলোইরে বলেছেন, সত্য উদঘাটনের তথ্য বের করতে গিয়েই এ সাংবাদিকরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন।

সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর দেশ ইরাক ও সিরিয়া। গত ২০ বছরে দেশ দুটিতে ৫৭৮ জন সংবাদকর্মী হত্যাকান্ডের শিকার হয়েছেন। এ সময়ে মেক্সিকোয় খুন হয়েছেন ১২৫ সাংবাদিক, ফিলিস্তিনে ১০৭, পাকিস্তানে ৯৩, আফগানিস্তানে ৮১ আর সোমালিয়ায় ৭৮ জন সাংবাদিককে হত্যা করা হয়। সূত্র : আল জাজিরা

সর্বশেষ খবর