সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
নবগঙ্গায় নৌকাডুবি

আরও দুই লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হলো। নৌকাডুবির ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

গতকাল খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের গ্রাম পুলিশ লাবু শেখ (২৮) ও সালামাবাদ ইউনিয়নের জোকার চর গ্রামের খানজা শেখের (৩৫) লাশ উদ্ধার করেছে।

এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে ১৫ যাত্রী নিয়ে নদী পার হওয়ার পথে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসতে পারলেও নারী ও শিশুসহ বেশ কয়েকজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করে হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল জলিলের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার শিশুপুত্র নাসিমের (৩) লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনো নিহত গৃহবধূ নাজমার ছোট ভাই রয়েল শেখ ও ভগ্নিপতি মাহমুদ হোসেন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল সকালে ডুবুরি দল নদীগর্ভে নিখোঁজ চারজনের খোঁজে দ্বিতীয় দফায় তল্লাশি শুরু করলে প্রথমে ডুবে যাওয়া খেয়ানৌকাটি উদ্ধার করা হয়। পরে দুপুরের দিকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। উপজেলার বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. লোকমান হোসেন বলেন, ‘উদ্ধার হওয়া লাশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আফরিন জাহান বলেন, ‘উদ্ধার হওয়া দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।’ নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালিত হবে। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন এখনো নিখোঁজ রয়েছেন। প্রয়োজনে অভিযানের সময়সীমা বাড়ানো হবে।’

সর্বশেষ খবর