বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছাড় দিয়ে পর্যবেক্ষণ করতে হবে

-আহমেদ রশিদ লালী

ছাড় দিয়ে পর্যবেক্ষণ করতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক ও পুঁজিবাজার বিশ্লেষক আহমেদ রশিদ লালী বলেন, ফ্লোর প্রাইসে নিচের দিকে ২ থেকে ৩ শতাংশ ছাড় দিয়ে বিবেচনা করে দেখতে পারে বিএসইসি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে পুঁজিবাজারের সার্বিক অবস্থা নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহমেদ রশিদ লালী বলেন, ফ্লোর প্রাইস দেওয়ার কারণে ভলিউম একটু কম হচ্ছে, এটা ঠিক। লেনদেনও কম হচ্ছে। আমার পরামর্শ হচ্ছে, ফ্লোর প্রাইসে যেহেতু নিচের দিকে ১ শতাংশ ছাড় দিয়েছে বিএসইসি সেটা ২ থেকে ৩ শতাংশ ছাড় দিয়ে একটু পর্যবেক্ষণ করে দেখতে পারে। ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি আরও বলেন, আমি চাই ১ শতাংশের জায়গা ২ থেকে ৩ শতাংশ ছাড় দিলে মার্কেটের ভলিউম আবার বাড়বে। ভলিউম বাড়ার পরে যদি বাজার ঠিক হয়ে যায় তাহলে ছাড়টা তুলে নেবে। ফ্লোর প্রাইস তো যুগ-যুগান্তর ধরে চলতে পারে না। বিশেষ ছাড় সাধারণ বিনিয়োগকারীদের খারাপ অবস্থা থেকে রক্ষা করার জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। এটা তো সব সময় থাকতে পারে না। এ ছাড়টা অবশ্যই একটা সময় পর প্রত্যাহার করে নেওয়া হবে। তো ছাড়ই যেহেতু দেওয়া হয়েছে আরেকটু দিয়ে বাজারটা তোলার চেষ্টা করা যেতে পারে।

সর্বশেষ খবর