বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

মাসে দেওয়ার প্রস্তাব সঞ্চয়পত্রের মুনাফা

নিজস্ব প্রতিবেদক

পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফা প্রতিমাসে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় সঞ্চয় অধিদফতর। এ বিষয়ে একটি প্রস্তাব সম্প্রতি অর্থ বিভাগে পাঠিয়েছে জাতীয় সঞ্চয় অধিদফতর। গতকাল জাতীয় সঞ্চয় অধিদফতরের পরিচালক মো. শাহ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উপকারভোগীদের অনুরোধের প্রেক্ষিতে পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা তিন মাস অন্তর অন্তর না দিয়ে প্রতিমাসে দেওয়ার একটি প্রস্তাব অর্থবিভাগে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ অনুমোদন করলেই বাস্তবায়ন করা হবে। তিন মাসের মুনাফা একসঙ্গে না দিয়ে প্রতিমাসে দেওয়া হলেও সুদহার অপরিবর্তিত থাকবে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী পেনশনভোগীরা ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র একক নামে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্রয় করতে পারছেন। তবে আনুতোষিক ও সর্বশেষ ভবিষ্যৎ তহবিল হতে প্রাপ্ত অর্থের বেশি ক্রয় করতে পারবেন না। সরকার বর্তমানে চার স্কিমের সঞ্চয়পত্র বিক্রি করছে। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতিমাসে। পেনশনার ও তিনমাস অন্তর মুনাফা সঞ্চয় স্কিমের মুনাফাও দেওয়া হয় তিন মাস পর পর। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় মেয়াদ পূর্তিতে। ১৮ বছর  বা তার বেশি বয়সী মহিলা, শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং ৬৫ বছর ও তার বেশি পুরুষ ও মহিলা সঞ্চয়পত্র কিনতে পারেন।

সর্বশেষ খবর