বাগেরহাটের কচুয়ায় দলীয় প্রতিপক্ষের হামলায় মোজাহার মোল্লা (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। এ সময় ভাঙচুর করা হয় তিনটি বাড়ি। গতকাল উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহার মোল্লা আলিপুর গ্রামের জোনাব আলী মোল্লার ছেলে। তিনি গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের সদস্য।
নিহতের ভাতিজা মোল্লা আজিজুল ইসলাম বলেন, দলীয় কোন্দলের জের ধরে গতকাল সকাল ১০টার দিকে আওয়ামী লীগের শেখ আফসার গ্রুপের সদস্যরা দা, লাঠিসোঁটা ও সড়কি নিয়ে গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময়ে মোজাহার মোল্লাকে তারা ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা মোজাহার মোল্লাকে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হলেন- মোমেনা বেগম (৬৫), রিক্তা বেগম (৩৫), মুক্তা বেগম (৪০), মতিয়ার রহমান (৪৩), ইউনুস মোল্লা (২৮), শাহিদা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), লিটু মোল্লা (২৭) ও রাব্বি মোল্লা (১৮)। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম বলেন, ফের হামলার আশঙ্কায় আলীপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে ঢাল, সড়কি ও রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        