মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্মমভাবে হত্যা সাংবাদিককে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামের এক সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গতকাল বিকালে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের আশরাফ উদ্দিনের ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন জানান, বিকালে শহরের অবকাশ পার্ক সংগঠনের মাসিক সভা শেষে আমরা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের একটি রিকশায় ছিলেন। সামান্য যাওয়ার পর পাবলিক লাইব্রেরির সামনে এলে রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। তার মৃত্যু নিশ্চিত করেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাত লাশ কবর ও মুমূর্ষু রোগীদের রক্ত দেওয়ার জন্য আশিক সবসময় সামনের সারিতে থাকতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, ছুরিকাঘাত করা ছেলেটিকে চিহ্নিত করা গেছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। তবে কি কারণে আশিকের ওপর হামলা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তে হত্যার রহস্য উদঘাটিত হবে।

সর্বশেষ খবর