বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

পুলিশের ভয়ে বিষ খেয়ে হাসপাতালে গৃহবধূ মৌসুমী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পুলিশ আটক করবেই, এই ভয়ে বিষ খেয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ মৌসুমী আক্তার (২৫)। পুলিশের সামনেই বিষ খাওয়া এই নারী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মৌসুমীর বাড়ি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে। সোমবার সন্ধ্যায় তাকে তলফ করতে এসেছিল পুলিশ। মৌসুমীর মা শাহানা বেগম বলেন, সন্ধ্যা ৬টার দিকে থানার এএসআই আবদুল আজিজ মহিলা পুলিশসহ ৮/১০ জন পুলিশ নিয়ে আমার বাড়িতে এসে মৌসুমীকে থানায় নিয়ে যেতে চায়। মৌসুমী বলেন, আমার ২টা ছেলে আছে, আমার স্বামী পাগল। আমি থানায় যাব কেন? এ সময় শাহানা বলেন, আমি পুলিশকে বলি, আমার মেয়ের হার্টের অসুখ, তাকে নিয়েন না। দরকার হলে আমি থানায় যাব। এ সময় পুলিশ জোরাজুরি করে আমার মেয়েকে ধরে নিতে চাইলে আমার মেয়ে ক্ষোভে-দুঃখে-ভয়ে বিষ খেয়ে ফেলে। প্রথমে আখাউড়া হাসপাতালে নিয়ে গিয়ে মৌসুমীর পাকস্থলী পরিষ্কার করা হয়। এরপর তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসক ওই নারীকে চিকিৎসা দিচ্ছেন। এ সময় আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। ওসি নিজে তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে রোগীকে ঢাকায় নেওয়া হলে তখনো থানার এসআই আবু ছালেক সঙ্গে যান।

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, রোগীর পাকস্থলীতে বিষ পাওয়া গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, কিছু মাদক উদ্ধার হয়েছিল। আমাদের কাছে তথ্য ছিল মাদকগুলো মৌসুমীদের। তাই, মৌসুমীকে থানায় আনতে পুলিশ পাঠিয়েছিলাম। তবে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। তার ঘরে কিছু পাওয়া যায়নি। ওসি বলেন, এএসআই আজিজ কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর