মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপ

বাইডেন-ট্রাম্পে আগ্রহ নেই অধিকাংশ আমেরিকানের

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাইডেন-ট্রাম্পে আগ্রহ নেই অধিকাংশ আমেরিকানের

সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পে খুব কমসংখ্যক আমেরিকানেরই আগ্রহ রয়েছে। যদিও গত নির্বাচনে উভয়েই বিপুল ভোট পেয়েছিলেন। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত সর্বশেষ জরিপে উদ্ঘাটিত হয়েছে যে, এ দুজনের একজন নির্বাচিত হলে দলীয় লোকজনও সন্তুষ্ট হবেন না। অধিকন্তু উভয় দলের কট্টর সমর্থকরাও প্রেসিডেন্ট পদে নতুন প্রার্থীর পক্ষে মত দিয়েছেন।

৫ ফেব্রুয়ারি প্রকাশিত এ জরিপ রিপোর্ট অনুযায়ী ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে থাকা স্বতন্ত্র ভোটারের ৫৮ ভাগ বাইডেনের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। অন্যদিকে রিপাবলিকান ও রিপাবলিকান পার্টি-সমর্থক স্বতন্ত্র আমেরিকানের ৪৯ ভাগ ট্রাম্পের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী। গত সেপ্টেম্বরে একই ধরনের জরিপেও এ রকম মনোভাব পোষণ করেছিলেন উভয় দলের সমর্থকরা। ৬২ ভাগ আমেরিকান অখুশি অথবা ক্ষুব্ধ হবেন যদি বাইডেন আবারও নির্বাচিত হন। ট্রাম্পের ক্ষেত্রে এ হার ৫৬ ভাগ। জরিপ অনুযায়ী ৩৬ ভাগ ভোটার বলেছেন, বাইডেন পুনরায় নির্বাচিত হলে তারা উল্লাস করবেন বা সন্তুষ্ট হবেন। ৪৩ ভাগ একই মনোভাব পোষণ করেছেন ট্রাম্প বিজয়ী হলে। ৩৬ ভাগ বলেছেন, ট্রাম্প নির্বাচিত হলে তারা ক্ষুব্ধ হবেন। বাইডেনের ক্ষেত্রে এমন মনোভাব পোষণ করেছেন ৩০ ভাগ। ট্রাম্প বিজয়ী হলে খুব খুশি হবেন ১৭ ভাগ। অন্যপক্ষে বাইডেন বিজয়ী হলে খুব খুশি হবেন মাত্র ৭ ভাগ।

তালিকাভুক্ত ভোটারের মধ্যে পরিচালিত এ জরিপে দেখা গেছে, আজই যদি নির্বাচন হয়, তাহলে ট্রাম্পকে ভোট দেবেন ৪৮ ভাগ। বাইডেনের ক্ষেত্রে এ হার ৪৫ ভাগ।

সর্বশেষ খবর