শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের মারধরে দুই ছাত্র আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজে মারামারি করে বহিষ্কার হওয়া ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এর মধ্যে গুরুতর আহত জাহিদ হোসেন ওয়াকিল ও সাকিব হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার অন্য দুজন হলেন এম এ রায়হান ও মোবাশ্বির হোসেন শুভ্র। তারা ৬২তম ব্যাচের ছাত্র।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে প্রধান ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে এসব ছাত্রকে ডেকে নিয়ে নির্যাতন চালায় ছাত্রলীগের বহিষ্কৃত অভিজিৎ দাশ, রিয়াজুল ইসলাম জয়, জাকির হোসেন সায়াল, মাহি আহমেদ ও ইব্রাহিম সাকিব। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা অভিজিত দাশ বলেন, ‘শিবিরের একটি চক্র কাজ করছে। কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ চকবাজার থানায় দাখিল করা হয়েছে। তাদের কোনো ধরনের মারধর করা হয়নি। আঘাতের চিহ্নগুলোর বিষয়ে আমরা অবগত নই। হয়তো তারা নিজেরাই এসব নাটক সাজিয়েছে।’ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ‘আহতরা অভিযুক্তদের নাম প্রকাশ না করায় তাদের চিহ্নিত করা যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর