রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা রাশিয়ার জাহাজ ‘উরসা মেজর’-এর মালামাল বিকল্প পথে বাংলাদেশে পাঠানো হচ্ছে। রূপপুরের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গত মঙ্গলবার এ খবর জানিয়েছে। বর্তমানে জাহাজটি আবার বঙ্গোপসাগরে ফেরত আসছে বলে জানা গেছে। এর আগে জাহাজটিতে আসা মালামাল ভারত এবং বাংলাদেশের বন্দরে ভিড়তে না পেরে ফেরত গিয়েছিল। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কর্মকর্তারা বলছেন, বিলম্বের ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজে কোনো ধরনের প্রভাব পড়বে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এক কর্মকর্তা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ফিরে যাওয়া রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামালা বিকল্প একটি জাহাজে আসছে। এ বিলম্বের কারণে বিদ্যুৎ কেন্দ্রের কাজে কোনো প্রভাব পড়েনি।’ প্রসঙ্গত, ‘উরসা মেজর’ নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে গত ১৪ নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর ছেড়ে আসে। গত ২৪ ডিসেম্বর জাহাজটির বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ওই জাহাজ বাংলাদেশে আসার আগেই যুক্তরাষ্ট্র ঢাকাকে জানায়, ‘উরসা মেজর নামে জাহাজটি আসলে স্পার্টা থ্রি নামে রাশিয়ার মালিকানাধীন একটি জাহাজ। এর ওপর নিষেধাজ্ঞা দেওয়া আছে। এ জাহাজটিকেই নাম বদলে নতুন নাম উরসা মেজর হিসেবে নিবন্ধন দেওয়া আছে। নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজকে বাংলাদেশে ভিড়তে দিলে সমস্যা সৃষ্টি হতে পারে।’ ফলে জাহাজটি পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে গিয়ে পণ্য খালাসের চেষ্টা করে। সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট সেখান থেকে পণ্য বাংলাদেশের রূপপুরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
বিকল্প পথে আসবে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের পণ্য
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর