রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আবার গোলাগুলি তুমব্রু সীমান্তে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্তের শূন্যরেখায় আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৩৪ ও ৩৫ এর মধ্যবর্তী এলাকায় শুক্রবার ১৭ ফেব্রুয়ারি রাতে এবং গতকাল শনিবার ১৮ ফেব্রুয়ারি সকালে ও দুপুরে থেমে থেমে গোলাগুলির এ ঘটনা ঘটে।

গত ২০ জানুয়ারির সবশেষ গোলাগুলির ঘটনার ২৭ দিন পর গোলাগুলির এ ঘটনায় সীমান্তের তুমব্রু এলাকায় কিছুটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রগুলো ধারণা করছে, রোহিঙ্গাদের দুটি বিবদমান সশস্ত্র গ্রুপ ‘রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) এবং ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’ (আরএসও) এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গোলাগুলির এ ঘটনার পর ওই এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর