মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাগরে ঝাঁপ দেওয়া পাঁচ জনের ভাগ্যে কী ঘটেছে

বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জলদস্যুদের হামলায় প্রাণে রক্ষা পেতে সাগরে ঝাঁপিয়ে পড়া নয় জেলের মধ্যে চারজন গতকাল উদ্ধার হয়েছেন। তবে বিকালে চিকিৎসাধীন অবস্থায় এক জেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাকি পাঁচ জেলের সাগরে সলিলসমাধি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, গতকাল ভোররাতের দিকে পায়রা বন্দরের পূর্ব-দক্ষিণ বয়া থেকে একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উল্লিখিত চারজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে আবদুল হাই (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। আবদুল হাই বরগুনার তালতলী উপজেলার চামুপাড়া গ্রামের আজমত আলী হাওলাদারের ছেলে। এ ছাড়া উদ্ধার হওয়া ইয়াছিন মাঝি, শফিকুল ও জামাল চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও গুরুতর। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় চারজনকে দেখতে পেয়ে ট্রলারের জেলেরা উদ্ধার করেন। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। তাদের সলিলসমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় একটি মাছ ধরার ট্রলারে ২৫-৩০ জনের জলদস্যু দল হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি করে ও কুপিয়ে ট্রলারের ১৮ জেলেকে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে নয় জেলে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন।

সর্বশেষ খবর