শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ইডেন কলেজ ছাত্রীকে পেটানোর অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে স্টাম্প দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের ৫০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর বিচার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা।

নির্যাতনের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সাংবাদিকদের জানান, ছাত্রলীগ নেত্রী রোকসানা টাকা নিয়ে শিক্ষার্থীদের হলে তোলেন, বাজে আচরণ ও কাপড় ধোয়াসহ ব্যক্তিগত কাজ করান। আমি প্রতিবাদ করায় আমার চুল ছিঁড়ে ফেলেছে, স্টাম্প দিয়ে পিটিয়ে আঙুল ভেঙে দিয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছি। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে, লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মহুয়াকে এক বছর ধরে হলের রাজনৈতিক কক্ষে রাখা হয়েছে এবং তাকে প্রতিদিন অত্যাচার-নির্যাতন করা হতো। আজ মহুয়া এর প্রতিবাদ করায় এক পর্যায়ে রোকসানা তাকে স্টাম্প দিয়ে সারা শরীরে মারধর করে, জামাকাপড় ও চুল ছিঁড়ে ফেলে বঁটি দিয়ে মারতে যায়। পঞ্চম তলার শিক্ষার্থীরা তার অত্যাচারের শিকার বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তবে মারধরের বিষয় অস্বীকার করেছেন রোকসানা। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ও(মহুয়া) আমার রুমমেট। তার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। সেদিন (মঙ্গলবার) একটু কথা কাটাকাটি হয়েছে। স্টাম্প দিয়ে তাকে মারধর করা হয়নি। শিক্ষার্থীদের অভিযোগপত্রকেও বানোয়াট বলে দাবি করেন তিনি। তবে, এ বিষয়ে হল সুপার নাজমুন নাহারকে একাধিকবার কল করে ও খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যকার মারামারির ঘটনা কলেজ প্রশাসনের আমলে নেওয়ার বিষয়। আমরা আশা করব, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। আর ছাত্রলীগের কোনো কর্মী যদি এর সঙ্গে জড়িত থাকে, তবে আমরাও সাংগঠনিক ব্যবস্থা নেব। এ ধরনের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনাই আমাদের লক্ষ্য।

 

সর্বশেষ খবর