পর্তুগালে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। কিন্তু পর্তুগালে না পাঠিয়ে ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে পাচার করা হয়। এমন অভিযোগে এ চক্রের হোতা জসিম উদ্দিনকে (৩৮) রাজধানীর পল্টন থেকে গ্রেফতার করেছে র্যাব। একই এলাকা থেকে রুহুল কুদ্দুস (৩৯) নামে মানব পাচারকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রুহুল কুদ্দুস বেকার যুবকদের অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠিয়ে প্রতারণা করে আসছিলেন। গতকাল র্যাব-৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে পাচার করার পর সেখানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারের কাছে টাকা দাবি করে চক্রটি। টাকা পেলে দুবাইয়ের কোনো একটি স্থানে রেখে ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে মানবপাচার করে আসছিল। এসব অভিযোগে বুধবার জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ বলছে, বৃহস্পতিবার রাতে রুহুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়। তার বাড়ি যশোরের মনিরামপুরে। কুদ্দুস এবং তার চক্রের অন্য সদস্যদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই। এরপরও তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া যুবকদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ নানা লোভনীয় কথাবার্তা বলে ভুয়া ভিসায় সেখানে পাঠান। এরপর মালয়েশিয়ায় অবস্থানরত তাদের অন্য সহযোগীরা ভুক্তভোগীদের বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে একটি রুমে আটকে রাখতেন। এরপর তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন।
শিরোনাম
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন