বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বাজেট ভাবনা

রপ্তানি খাতে দশমিক ৫ শতাংশ উৎসে কর চাই

সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি খাতে দশমিক ৫ শতাংশ উৎসে কর চাই

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে রপ্তানি খাতের উৎসে কর হার দশমিক ৫ শতাংশ চান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সভাপতি মো. সাইফুল ইসলাম। চলমান বিশ্ব সংকটের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে তিনি সরকারের কাছে এই দাবি জানিয়েছেন।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে রপ্তানি খাতের উৎসে কর হার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। বিগত বছরগুলো এটা দশমিক ৫ শতাংশ ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে। বিশ্বজুড়েই প্রতিযোগিতা করা কঠিন হয়ে গেছে। লাভ হোক আর লোকসান হোক ১ শতাংশ ব্যবসায়ীর কাছ থেকে কেটে রাখা হচ্ছে। ১ লাখ ডলার আসলে ১ হাজার ডলার। এ বছর যেহেতু কঠিন যাচ্ছে সে জন্য বিগত বছরগুলোর মতো আগামী অর্থবছরে ১ শতাংশের জায়গা দশমিক ৫ শতাংশ উৎসে করের প্রস্তাব করেছি। এমসিসিআইর সভাপতি আরও বলেন, করপোরেট কর হার কমাতে কমাতে ২৭ দশমিক ৫ শতাংশে এসেছে। যেগুলো কমানো হয়েছে সেগুলো ছিল শর্তহীন কর। আমরা বলেছি শর্তটা যাতে ২০২৩ সালের অর্থবিলে উঠিয়ে দেওয়া হয়। যদিও বলা হচ্ছে ২৭ দশমিক ৫ শতাংশ আমাদের করপোরেট কর। সেখানে আমাদের কার্যকর করপোরেট ট্যাক্স কিন্তু প্রায় ৪০ শতাংশের মতো। সাইফুল ইসলাম বলেন, ‘কোম্পানি লাভ করুক আর লোকসান করুক। প্রতিটা কোম্পানির আয় হিসাবের পর তার মোট লাভ থেকে ৫ শতাংশ কেটে রাখা হচ্ছে। এভাবে আমাদের উৎসে আয় কর কেটে (টিডিএস) নেওয়া হয়। তারপর আবার সে ২৭ দশমিক ৫ শতাংশ কর দিচ্ছে। এই ২৭ দশমিক ৫ শতাংশ লাভের ওপর আরও মোট আয়ের ওপরে ৫ শতাংশ টিডিএস দেওয়া হচ্ছে। আরেকটা আছে ডিস অ্যালাউন্স। ধরেন আপনি ২ কোটি টাকা মুনাফা করেছেন। কিন্তু ডেপুটি কমিশনার ট্যাক্সেস বলছে আপনি গত বছর ১৫ শতাংশ মুনাফা করেছেন এ বছর কেন ১১ শতাংশ হল। সে আবার ১৫ শতাংশ মুনাফা ধরে ডিস অ্যালাউন্স করে সেটার ট্যাক্স নিয়ে নিল। এগুলো সব যোগ করে আমরা বলেছি আমাদের আয়কর হয়ে যায় প্রায় ৪০ শতাংশ। সুতরাং আমরা ডিস অ্যালাউন্স ট্যাক্সের বিষয়ে সুযোগ চেয়েছি, যাতে আমরা ব্যাখ্যা করতে পারি। যুক্তি দিয়ে ডিস অ্যালাউন্স ট্যাক্সটা ঠিক করতে পারি।’

 

সর্বশেষ খবর