শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
ইসির সংলাপ প্রসঙ্গে জেএসডি

অর্থহীন ফটোসেশন ন্যায়সংগত হবে না

নিজস্ব প্রতিবেদক

জেএসডির স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার প্রস্তাব নাকচ করে বলা হয়, রাষ্ট্রে বা সমাজে গণতান্ত্রিক বৈশিষ্ট্য অপসৃত হয়েছে। ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গণতন্ত্র টিকিয়ে রাখে এমন সব প্রতিষ্ঠানকে ক্ষমতাসীন সরকার ধ্বংস করেছে। নির্বাচন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে জনস্বার্থবিরোধী অর্থহীন একটা ফটোশেসন করা কোনোক্রমেই ন্যায়সংগত হবে না। জেএসডির স্থায়ী কমিটির এক সভায় গতকাল এসব কথা বলেন দলটির নেতারা। দলের সভাপতি আ স ম আবদুর ররের উত্তরার বাসভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সার্বিক পরিস্থিতি ও ভূ-রাজনীতির প্রশ্নে আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ। সভায় নির্বাচন কমিশনকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র দিয়ে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত অবহিত করার লক্ষ্যে এক প্রস্তাব গৃহীত হয়।

জেএসডি নেতারা বলেন, ভোটারবিহীন ভোট হয়েছে, রাতে ভোট হয়েছে। কিন্তু সরকার ন্যূনতম লজ্জা পায়নি। বরং নির্বাচন কমিশনের সার্টিফিকেট নিয়ে সরকার প্রতিনিয়ত জনগণের ভোটে নির্বাচিত বলে রাতের ভোটকেই ন্যায্যতা দেওয়ার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিদ্যমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন অতীতের মতোই নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণাধীন আজ্ঞাবাহী একটা প্রতিষ্ঠানের মতো সরকারের সেবায় নিয়োজিত থাকবে। এটা সাংবিধানিক চেতনা থেকে সরকারের বিচ্যুত হওয়ার ফসল। নির্বাচনকে সরকার জনগণের ভোটাধিকার প্রয়োগের উপায় হিসেবে না দেখে, ক্ষমতা ধরে রাখার উপায় হিসেবে বিবেচনা করে মাত্র। ‘জাতীয় সরকার’ ব্যতিরেকে দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান কোনোক্রমেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না।

সর্বশেষ খবর