রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে ভয়াবহ অগ্নিকা- সংঘটিত হয়েছে। ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সমর্থ হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রাত ১০টায় আগুনের সূত্রপাত হলে পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিযন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
তিনি বলেন, রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুর টাওয়ারের পাশে ৭০/এ, লুতফর রহমান লেনে এ আগুন লাগে। টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করেছে সেনাবাহিনী।গতকাল রাত ১১টা ২২ মিনিটে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে ।