শীত মৌসুম চলে যাওয়ার পরও বৃষ্টি না হওয়ায় এখনো বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ সারিতে রয়েছে ঢাকা। গতকাল সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬০। বায়ুর এ মাত্রা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ঢাকা ছিল বিশ্বের মধ্যে চতুর্থ দূষিত শহর। আইকিউ এয়ারের ডাটা থেকে এ তথ্য জানা গেছে। আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, এ সময়ে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দেখা গেছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। শহরটির স্কোর ছিল ১৭০। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে ছিল নেপালের কাঠমান্ডু, স্কোর ১৬৯। তৃতীয় অবস্থানে ছিল চীনের উহান, স্কোর ১৬১। বাংলাদেশের পর ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিল থাইল্যান্ডের ব্যাংকক এবং ১৫২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। গতকাল সন্ধ্যা ৭টায় অবশ্য সবাইকে পেছনে ফেলে শীর্ষ দূষিত শহরের তকমা পায় ইরানের তেহরান, স্কোর ২৪১। এ সময় ঢাকার ১৫২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল নবম। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টার মধ্যে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত ছিল বেলা ১১টার দিকে। স্কোর ছিল ১৬২। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে আসছে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনশীল হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে বাতাস দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল