বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
জব্বারের বলীখেলা

চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

আবদুল জব্বারের বলীখেলায় অনায়াসে চ্যাম্পিয়ন হয়েছেন গতবারের রানার্সআপ কুমিল্লার শাহ জালাল। গতকাল নিরুত্তাপ ফাইনালে মাত্র কয়েক সেকেন্ডের ম্যাচে শাহজালালকে ‘ম্যাচ ছেড়ে দেন’ টানা তিন আসরের ফাইনালিস্ট কক্সবাজারের তারেকুল ইসলাম জীবন। এর মধ্য দিয়ে গত আসরের হারের মধুর প্রতিশোধ নিয়ে জব্বারের বলীখেলায় দ্বিতীয়বারের মতো সেরা হন শাহজালাল। জব্বারের বলীখেলায় গত দুই আসরে আধিপত্য ছিল শাহজালাল ও জীবনের। দুজনই একবার করে সেরা হন। গতবারের বিজয়ী জীবন নক আউট পর্বে অনায়াসেই হারিয়ে দেন প্রতিপক্ষ বলিদের। সেমিফাইনালে সৃজন টেক্কা দিলেও জীবনের কৌশলের কাছে ধরাশায়ী হন। শাহজালালও অনায়াসে জেতেন প্রতিটি রাউন্ড।

চ্যাম্পিয়ন শাহজালাল

তাই উত্তাপপূর্ণ ফাইনাল দেখার অপেক্ষায় ছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই শাহ জালালের কাছে হেরে যান জীবন। ফলে সর্বশেষ তিন আসরে দ্বিতীয়বারের মতো সেরা হন শাহ জালাল। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন গতবারের সেরা তারেকুল ইসলাম জীবন ও সৃজন চাকমা। হাড্ডাহাড্ডি ওই লড়াইয়ে একেবারে অন্তিম মুহূর্তে সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে ওঠেন জীবন। অপর ম্যাচে আবদুল নূরকে সহজেই হারিয়ে ফাইনালে ওঠেন গতবারের রানার্স আপ শাহ জালাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখী হন সৃজন চাকমা ও আবদুল নূর। মাত্র ১০ সেকেন্ড স্থায়ী এ ম্যাচে সহজেই নূরকে হারিয়ে গত আসরের মতো এবারও তৃতীয় হন সৃজন। জব্বারের বলি খেলার এ আসরে শতাধিক বলি রেজিস্ট্রেশন করলেও নক আউট পর্বে লড়েছেন ৬০ জন। প্রথম পর্ব, চ্যালেঞ্জিং রাউন্ড ও নক আউট পর্ব শেষে সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ খবর