বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

কান পরিষ্কার করেই ৫৩ বছর ধরে সংসার চালান কালাচান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

কান পরিষ্কার করেই ৫৩ বছর ধরে সংসার চালান কালাচান

শেখ শুকুর ওরফে কালাচানের (৬৭) বাড়ি ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রামে। ১৯৭০ সাল থেকে তিনি মানুষের কান পরিষ্কার করে আসছেন। এটাই তার পেশা। দিনভর ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। গলায় একটি ব্যাগ ঝোলানো। হাতে কয়েকটি কান পরিষ্কারের উপকরণ। তাকে দেখলেই লোকজন ডাক দিয়ে কান পরিষ্কার করায়। বিনিময়ে জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা আয় হয় কালাচানের।

কালাচান জানান, ১৯৭০ সালে তিনি ১৪-১৫ বছরের কিশোর। তখন বাড়ির পাশের এক মুরুব্বির কাছ থেকে কান পরিষ্কার করা শেখেন। তারপর ২৫ বছরের বেশি সময় রংপুর-দিনাজপুর এলাকায় মানুষের কান পরিষ্কার করেছেন। এরপর প্রায় ২৮ বছর নিজ এলাকার লোকজনের কান পরিষ্কার করছেন। এতে দিনে ৫০০ থেকে ১ হাজার টাকা আয় হয়। এতে মোটামুটি ভালোই চলছে তার সংসার। একে একে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন স্ত্রীসহ তার সংসার এ আয় দিয়েই চলছে। আর তিনি তার পেশা ও জীবনযাত্রা নিয়ে সন্তুষ্ট। কালাচান জানান, লোকজন রসিকতা করে তাকে কানের ডাক্তার বলে থাকে।

 

সর্বশেষ খবর