শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভোলার আরেকটি কূপে শুরু গ্যাস উত্তোলন

ভোলা প্রতিনিধি

ভোলার ইলিশা-১ কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ভোলা নর্থ নামের এ কূপে গ্যাস উত্তোলন উদ্বোধন করে।

বাপেক্সের তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম নতুন এ কূপ থেকে গ্যাস উত্তোলনের কাজ করছে। বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের জিএম আলমগীর হোসেন জানান, নতুন এ কূপ থেকে দৈনিক ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে ধারণা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন করা হবে। এর আগে ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু করেছিল বাপেক্সের প্রতিনিধি দল। প্রসঙ্গত, ১৯৯৪-৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রথম গ্যাসের সন্ধান মেলে। ভোলার প্রাচীন নামানুসারে এ গ্যাস ক্ষেত্রের নামকরণ হয় ‘শাহবাজপুর গ্যাস ক্ষেত্র’। পরে ভোলা সদর উপজেলার ইলিশায় আরও একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। বোরহানউদ্দিন ও সদর উপজেলায় এ পর্যন্ত ‘শাহবাজপুর’ ও ‘ভোলা নর্থ’ নামে আলাদা দুটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। দুটি গ্যাস ক্ষেত্রে এ পর্যন্ত নয়টি কূপ খনন করা হয়েছে। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ ১.৭ টিসিএফ ঘনফুট বলে ধারণা করছে বাপেক্স। গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগ।

 

সর্বশেষ খবর