রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খোকনের ইভিএমে সংশয় জাপার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খোকনের ইভিএমে সংশয় জাপার

খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ইভিএমে সুষ্ঠু ভোট নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন। তিনি সংবাদ সম্মেলনে জনমনে সংশয় কাটাতে ব্যালটে ভোট করার দাবি জানান। এদিকে প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ সময় নির্বাচিত হতে পারলে নতুন বরিশাল গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের দৃশ্যমান নির্বাচনী তৎপরতা নেই বরিশালে।

বরিশাল সিটি নির্বাচনে দলের ভাবনা নিয়ে গতকাল সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, বিগত দিনে নির্বাচনে অনিয়মের কারণে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জনমনে শঙ্কা আছে। জাতীয় পার্টিও শঙ্কিত। ব্যালটবিহীন ইভিএম নির্বাচনে কারচুপির একটা শঙ্কা থাকে। আওয়ামী লীগ প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়ে গেছে বলে শারীরিক ভাবভঙ্গিতে প্রকাশ পাচ্ছে। এতে জনমনে শঙ্কা আরও বেড়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যালটে ভোট করার দাবি জানান তিনি। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সকালে প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান কিনা জানতে চাইলে খোকন সেরনিয়াবাত বলেন, এটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। ফাঁকা মাঠে নাকি সব দলের সঙ্গে খেলে জিততে চান প্রশ্ন করলে খেলে লড়াই করে ভোটে জেতার কথা বলেন তিনি। নির্বাচিত হতে পারলে বরিশাল সিটির উন্নয়নে অনেক পরিকল্পনা আছে। যা দায়িত্ব নেওয়ার পর দৃশ্যমান হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ প্রার্থী। নতুন বরিশাল বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাসদ। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও দৃশ্যমান কোনো তৎপরতা নেই।

সর্বশেষ খবর